ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার পদে কাগজে-কলমে তাঁদের কর্মস্থল। অথচ দীর্ঘদিন ধরে সংযুক্তির (প্রেষণ) নামে চারজন কাজ করছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে। আর ১জন ১১ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। নান্দাইলের ৫০ শয্যা হাসপাতালে এমন এক অবস্থায় ১৭ জনের মধ্যে তিনজন চিকিৎসক দিয়ে কোনো মতে খুঁড়িয়ে খুিঁড়য়ে চলছে চিকিৎসাসেবা। এ অবস্থায় সংযুক্তিতে থাকা চিকিৎসকরা পদ আগলে রাখায় নতুন কেউ যোগও দিতে পারছেন না। এতে কর্মস্থলে থেকে ওই পদের কারো কাছ থেকে প্রয়োজনীয় সেবা নিতে পারছে না রোগীরা। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার পদ রয়েছে ১৭টি। কিন্তু বর্তমানে দৃশ্যমান কাজ করছেন আবাসিক মেডিক্যাল অফিসার বাদে (আরএমও) দুজন। অন্যদিকে কনসালট্যান্ট পদ রয়েছে ১০টি, আছেন চারজন। প্রায় পাঁচ লাখ মানুষের এই উপজেলায় চিকিৎসক সংকটের কারণে প্রতিদিন প্রায় ৮০০ রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরা। অথচ সহকারী সার্জন ডা. অনুজা রায় বনি নামের একজন ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে বিনা কারণে অনুপস্থিত রয়েছেন। অন্যদিকে সহকারী সার্জন ডা. হুরুল জান্নাত ২০২১ সালের ৩ মার্চ থেকে সংযুক্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখায়। ডা. শারমিন মেছের সুরমা ২০২৪ সালের ১৯ ডিসেম্বর থেকে সংযুক্তিতে রয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে। ডা. উম্মে সালমা দিনা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে রয়েছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ছাড়া ডা. দেবশ্রী দেবনাথ চলতি বছরের ১৫ মে থেকে সংযুক্তিতে রয়েছেন মমেক হাসপাতালে। জানা যায়, এই চারজন কর্মস্থলে যোগ দিয়েই কেউ দুই দিন কেউ বা এক সপ্তাহের মধ্যেই প্রেষণ বা সংযুক্তিতে নিজ কর্মস্থল ছেড়ে অন্যত্র কাজ করছেন। অন্যদিকে ডা. অনুজা রায় বনি ২০১৩ সালের ৩ নভেম্বর নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েই দুই দিন কর্মস্থলে এসে ছুটিতে যান। ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে বিনা কারণে তিনি অনুপস্থিত থাকছেন। নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, সংযুক্তি বাতিলের জন্য বারবার চিঠি দিয়েও কোনো কাজে আসছে না। এবিষয়ে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিতই প্রয়োজনীয় চিকিৎসক পদায়নের জন্য কতৃপকে অবহিত করা হচ্ছে।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নান্দাইলে ৪জন চিকিৎসক নিজ কর্মস্থল খালি রেখে অন্যত্র চিকিৎসাসেবা ও ১জন ১১বছর ধরে অনুপস্থিত
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ আগস্ট, ২০২৫