টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঐতিহ্যবাহী ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে ভাদ্রা স্পোর্টিং ক্লাব এ খেলার আয়োজন করেন। খেলায় অংশ গ্রহণ করে খোকন একাডেমিক মানিকগঞ্জ ও নাইজিরিয়া এক্সপ্রেস ভাদ্রা। উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ চঞ্চল এর সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা মো. শরিফুল ইসলাম স্বপন। খেলাটি উদ্বোধন করেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য নজরুল ইসলাম বাদশা, শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মো. ছায়েদ আলী স্বাধীন, ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরশেদ মাষ্টার, ভাদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু, সদস্য সচিব সাইদুর রহমান, আড়রা কুমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, আড়রা কুমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মাসুদ। খেলাটি উপভোগ করতে দুর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হন। টানা ৮০ মিনিট খেলায় চলে। খেলায় নাইজিরিয়া এক্সপ্রেস কে -০-১ গোলে হারিয়ে খোকন একাডেমিক মানিকগঞ্জ বিজয়ী হয়।

বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টাংগাইলের নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ আগস্ট, ২০২৫