পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে হামলা মামলায় নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের বিলকেদা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মোঃ ওমর ফারুক লক্ষীকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ওই এলাকার মোঃ মুক্তার আলী প্রামাণিকের ছেলে। ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতা গত বছরের ৪ আগস্ট উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি। এতদিন পলাতক থাকার পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। মো. মনিরুল ইসলাম আরও জানান, গত বছর ৪ আগস্ট দাশুড়িয়ায় ওই হামলার ঘটনায় আহত মো. আবু উসামা নামে এক শিক্ষার্থী ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অনেকেই গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকলেও এই ছাত্রলীগ নেতা মোঃ ওমর ফারুক আত্মগোপনে ছিলেন। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মোঃ ওমর ফারুকের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মারামারি, লুটপাট, সাধারণ মানুষের প্রতি জুলুম, বালু মহালে কর্তত্বসহ নানা অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের খবরে এলাকাবাসী অনেকেই সন্তোষ প্রকাশ করে জানান, ছাত্রলীগের এই নেতার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিলেন। আটককৃত আসামি মোঃ ওমর ফারুককে আজ রবিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে হামলার আসামি ওমর ফারুক আটক
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ আগস্ট, ২০২৫