ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নান্দাইল চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি উমর ফারুখ মোমানী এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের সাবেক আহবায়ক সাইদুর রহমান জাহাঙ্গীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন। তিনি ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধান শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। বক্তৃতাকালে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন। পরবর্তীতে তিনি আবেগঘন কণ্ঠে দোয়া ও মিলাদ মাহফিলের মোনাজাত পরিচালনা করেন, যেখানে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ গভীর আবেগে অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন—ময়মনসিংহ উত্তর জেলা শ্রমিকদলের সদস্য আবু তাহের সিদ্দিক কিশোরগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা নুর ইসলাম জাকির গাংগাইল ইউনিয়ন বিএনপি নেতা ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাফ মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন।