মঙ্গলবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে বিদেশি পিস্তলসহ আটক-২

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
পাবনার ঈশ্বরদীতে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত দেড়টার সময়  পৌর শহরের দক্ষিণ নারিচা বকুলের মোড়ের পাকা রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরদী পৌর শহরের ভূতেরগাড়ি এলাকার মো. আকরাম হোসেনের ছেলে মো. শাহান (২৩) ও একই এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১)। এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে শহরে নানা রকম সন্ত্রাসী কার্যকলাপসহ হামলা, ভাঙচুর, মারপিট, অন্যের জমি, পুকুর দখল, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, বিচারের নামে অর্থ আদায় ও অস্ত্র প্রদর্শন করে জনগণকে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে আসছিলো।আমবাগান পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম রফিক জানান, ঘটনার সময় রাতে পুলিশের একটি দল ওই এলাকায় জরুরি ভাবে দায়িত্ব পালন করছিল। এই সময় গ্রেফতারকৃতরা মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।