বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির দাবীতে ডিপিএইচই, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির দাবীতে ডিপিএইচই, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো এবং সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় উপজেলা ডিজিটাল কর্ণারে এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।  সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার সাতক্ষীরা সদর মো: করিমুল হক, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি দীপংকর রায়।
উপস্থিতি ছিলেন প্রোগ্রাম অফিসার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ফাতেমা জোহরা, ফিংড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলকাস আলী,  স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জিডিএফ সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, টি আই বি সাতক্ষীরার এরিয়া কো-অডিনেটর আল আমিনসহ যুব সদস্যববৃন্দ।
 কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য ও প্রতিবেদন উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদ্জুজামান (তহিদ)।
এছাড়া আরো বক্তব্য প্রদান করেন প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, সদস্য ইমতি জামিল, সাধারণ সম্পাদক, কর্ণফুলী যুব সংঘের সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন, ইয়ূথ এ্যালায়েন্সের সদস্য কর্ন বিশ্বাস কেডি, দৈনিক মানব জমিনের বিল্পব হোসেন, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক।
এডভোকেসির উদ্দেশ্য ছিল অনলাইনে প্রচারণা ও এডভোকেসির মাধ্যমে স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করা, পানি সুরক্ষা এবং নায্যতা নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহনের জন্য ডিপিএইচই, ওয়াসা ও স্থানীয় সরকার কর্তৃপক্ষকে প্রভাবিত করা, নিরাপদ পানির সুবিধার ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাগুলো তুলে ধরা এবং অর্ন্তভুক্তিমূলক সমাধানের পক্ষে সমর্থন জানানো।
উপকুলীয় জেলা সাতক্ষীরায় লবণাক্ততার অনুপ্রবেশ, জোয়ারের বন্যা এবং অপর্যাপ্ত অবকাঠামোর কারনে নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা একটি নিত্যদিনের সংগ্রামে পরিনত হয়েছে। বিশেষ করে নারী শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদর মতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। এই সংকট মোকাবেলায় কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, স্থানীয় চ্যালেঞ্জগুলি নথিভুক্তকরণ এবং অর্ন্তভুক্তিমূলক সমাধানের জন্য আয়োজন করা হয়েছে। এডভোকেসি সভায় স্থানীয় পর্যায়ের ভুক্তভোগিদের  চাহিদা উপস্থাপন করা হয়।
 যুব সদস্য মাসুদ রানার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সুইট খান,  প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।