সোমবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিফল হতে না চাইলে ৪ চিন্তা বাদ দিন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:

সফল হতে তো সকলেই চান। নিজের জীবনে সাফল্য আনতে কে না পছন্দ করেন। জীবনের চলার গতিতে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, সম্পর্কের সকল ক্ষেত্রে সাফল্য আনতে পারলে পুরো জীবনটাই আনন্দে ভরপুর হয়ে উঠে। তখন নিজেকে পৃথিবীর সবচাইতে সুখি ব্যক্তি মনে হতে থাকে। কিন্তু আপনার নিজের কিছু চিন্তা প্রতিনিয়তই কমিয়ে দিচ্ছে আপনার সফল হওয়ার সম্ভাবনা। আপনি হয়তো না বুঝেই এই ধরণের চিন্তা করে ফেলছেন। কিন্তু এই চিন্তা অবচেতন মনেই আপনার কাজের গতি স্পৃহা কমিয়ে দিচ্ছে। মোটকথা আপনার জীবন থেকে জীবন কেড়ে নিয়ে আপনাকে অন্তঃসার শূন্য করে দিচ্ছে। তাই এই ধরণের চিন্তা করা একেবারেই উচিৎ নয়। যদি এমনটা হতো: আপনার কথাবার্তা এবং চিন্তায় যদি শব্দটার ব্যবহার সম্পূর্ণ বিষের মতো কাজ করে। যদি শব্দটির সাথে আপনি নিজেকে ভাগ্যের ওপর ছেড়ে দেয়ার চিন্তা করে ফেলছেন। আপনার কোনো নিজস্ব চেষ্টাই থাকবে না যখন আপনি নিজের সাথে ‘যদি’ শব্দটা জড়িয়ে ফেলেন।

 

‘যদি এমন হতো তবে আমি অনেক সুখি/সফল হতাম’ এই ধরণের চিন্তা আপনাকে সফল হতে বাধা দেবে সবসময়। এটা করা তো অসম্ভব: একজন সফল মানুষের জীবনে অসম্ভব বলে কোনো শব্দের স্থান থাকতে পারে না। আপনি নিজে মুখে উচ্চারন করে এবং ভেবে নিয়ে কাজটিকে আপনিই অসম্ভবের কাতারে ফেলে দিচ্ছেন। চেষ্টা ছাড়াই কোনো কাজ সম্পর্কে এই ধরণের মন্তব্য করা বা চিন্তা করা আপনাকে কাজটি করা থেকে বিরত রাখবে। এবং অবশ্যই আপনার সফলতার সম্ভাবনা কমে যাবে। মনে হয় এটি হবে না: মনে হওয়া বা কোনো কিছু নিয়ে সন্দেহ প্রকাশ করা আরেকটি বিষাক্ত জিনিস। আপনি যদি নিজে নিজে চিন্তা করে রাখেন বা ভেবে ফেলেন এটি হবে না, মনে হয় এভাবে করলে ভালো হবে না ইত্যাদি তাহলেও সে কাজটি করতে আপনি একেবারেই উৎসাহ পাবেন না।

 

যদি কাজটি আপনার করতেই হয় তবে করবেন দায়সারা ভাবে। ফলে আপনি নিজে হাতেই দূর করে দিচ্ছেন নিজের সফলতার সম্ভাবনা। মানুষ কি বলবে/ভাববে: আপনার আশেপাশের মানুষ আপনি যাই করেন না কেন তা নিয়েই আপনাকে কথা শোনাতে থাকবে। আপনি ভালো একটি কাজ করলেও কথা শোনাবেন এবং খারাপ কাজ করলে তো শুনতেই হবে। অর্থাৎ আমাদের সমাজটা এমন যে এখানে কিছু করলে মানুষের কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি নিজেকে সফলতা থেকে বঞ্চিত করবেন তখনই যখন মানুষে কি বলবে তা ভেবে নিজেকে একটি ভালো কাজ করা থেকে বিরত রাখবেন। তথ্যসূত্র: বিডিলাইভ২৪ ডটকম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।