নওগাঁর রাণীনগরে মেসার্স লাম ইয়া ট্রেডার্স নামে (বালাই নাশক কোম্পানি) সিনজেনটার ডিলার পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরের রাণীনগর বাজারে সোনালী ব্যাংকের ন নীচতলায় উপজেলার প্রধান এই ডিলার পয়েন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে সেখানে রিটেইলার সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডিলার পয়েন্টের সত্বাধিকারী এমদাদুল হক এই উদ্বোধন অনুষ্ঠান ও রিটেইলার সমাবেশের আয়োজন করেন।
অনুষ্ঠানে ফিতা কেটে ডিলার পয়েন্টের উদ্বোধন করেন- সিনজেনটা কোম্পানির জোনাল সেলস ম্যানেজার (জেডএসএম) মো. আমিনুল ইসলাম।
এ সময় সিনজেনটা কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) মো. আসাদ, এরিয়া সেলস ম্যানেজার সোহেল রানা, মেসার্স লাম ইয়া ট্রেডার্স সিনজেনটার ডিলার পয়েন্টের সত্বাধিকারী এমদাদুল হক ও রাণীনগর উপজেলার সিনজেনটার সকল রিটেইলারবৃন্দ উপস্থিত ছিলেন।