সাদ্দাম হোসেন সাভার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ইমাম হোসেন সোমবার (১৭ই আগস্ট) সকালে ‘আত্মহত্যা’ করেছে। সে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিল। তার সহপাঠীদের সাথে কথা বলে জানা যায় যে, ইমামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানায়। সে কবি জসীমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী ছিল। আত্মহত্যা করার আগের দিন তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে ‘আল বিদা’ লিখে পোস্ট করেন।
এই পোস্টের মাধ্যমে তার আত্মহত্যার বিষয়টি পরবর্তীতে আঁচ করতে পারলেও, তার কোনো শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব তা প্রাথমিকভাবে বুঝতে পারেননি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আমরা রিলায়েবল সোর্স থেকে তথ্য পাওয়ার চেষ্টা করছি।
আমরা এই বিষয়টির সত্যতা যাচাইয়ের প্রক্রিয়াতে আছি।’ ‘সত্যি যদি তা হয়ে থাকে, তাহলে তা মর্মান্তিক ও ভীষণ বেদনাদায়ক। আমাদের মেধাবী ছাত্রের মৃত্য এটি সত্যিই অনেক দুঃখজনক।