‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য কে সামনে নিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে ৫ উদ্যোক্তগে প্রদান করা হয়েছে ঋন।
দিবসটি উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে।উপজেলা কর্মকর্তার হলরুমে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নূরেন। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতির নতুন বাংলাদেশের জাগরণে দেশের যুব সমাজ নেতৃত্ব দিয়েছে। দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুব সমাজকে সম্পৃক্ত করেছে ব্যাপক ভাবে। এই সুযোগ গ্রহন করে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তুলতে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।
উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর ফিরোজ,উপজেলা মৎস্য কর্মকর্তা,উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম প্রমুখ। আলোচনা শেষে উপজেলার সফল উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।