“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার(১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ৷
দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সমাজসেবা অফিসার মামুনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌহালী থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক, উপজেলা মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার সেলিম রেজা, উপজেলা জনস্বাস্থ্য অফিসার মোঃ রিয়াজুদ্দিন, একাডেমিক খালিদ মাহমুদ, ইনেসটেক্টার চঞ্চল কুমার মিস্ত্রি, পরিসংখ্যা সোহেল রানা, পল্লি উন্নয়ন অফিসার সেলিম হোসেন, তামান্না হক, তথ্য ও আইসিটি কর্মকর্তা সম্পা কর্মকার ও প্রাণিসম্পদের জান্নাতি প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ১৫ যুবদের মাঝে ১২লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।