জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫খ্রিঃ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২/৮/২০২৫খ্রিঃ ) মঙ্গলবার সকালে ফাইনাল খেলা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শহর শাখার আমীর মাওঃ আ ম ম আব্দুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি জেলা শাখার সহকারি সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা এ কে এম সানাউল্লাহ, জেলা যুব কমিটির সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর শাখার নায়েবে আমীর বদরুজ্জামান রুবেল, শহর শাখার সেক্রেটারি আবু নাছের মোঃ নয়িম সহ শহরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
শাখার সহকারী সেক্রেটারি মাহফুজুল হক মাসুমের সঞ্চালনায় আলোচনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।