শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বেনাপোলে প্রতারনা ছিনতাইসহ বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ আগস্ট, ২০২৫
বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে প্রতারনা,ছিনতাইকারীদের সর্দার সোয়েব সহ  বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেফতার হয়েছে।
এদের মধ্যে গ্রেফতারী পরওনাভুক্ত  আসামী রয়েছে ৮ জন এবং নিয়মিত মামরার আসামী ৩ জন ।
সোমবার (১১ আগস্ট) বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে  বলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত বেনাপোল থানা এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতার হওয়া আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ছিনতাই ও প্রতারনা মামলার  আসামিরা হলেন,  বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮),আনোয়ারের ছেলে বাবু(২৪),  নজরুল ইসলামের ছেলে মাসুম (৪০), সাদিপুর গ্রামের মিয়ারাজ হোসেনের ছেলে ইশরাত(২৮),  গাতিপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে  মোমিনুর (২১), তালশাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে নজরুল(৩৪), গোপালগঞ্জের বাগেরবাড়ি এলাকার  সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০) ও  ভবারবেড় গ্রামের মুন্সি ব্যাপারীর ছেলে  আবু সাঈদ ব্যাপারী (২৬)।
অপরদিকে গ্রেফতারকৃত নিয়মিত মামলার আসামীরা হলেন,পোর্টথানার পুটখালি গ্রামের আকরম আলীর ছেলে  রনি হোসেন (২৫), বড়আঁচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে  ইসমাইল হোসেন (২৬) ও ইসমাইলের ছেলে তহিদুল ইসলাম (২৪)।
বেনাপোল বন্দর চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সহসভাপতি  আলী আশরাফ জানান,  গ্রেফতারকৃ ছিনতাইও  প্রতারনা মামলার আসামীরা মারাত্বক অপরাধের  সাথে জড়িত। সীমান্তে ক্যানসার সহ জটিল রোগে আক্রান্ত  অসহায় পাসপোর্টধারীদের জিম্মী করে সাথে থাকা টাকা ছিনিয়ে নিত।  প্রায় এক যুগ ধরে এ চক্রটি বেনাপোল চেকপোষ্টে প্রভাবশালীদের ছত্র,ছায়ায় অপরাধ করে আসছিল। ০৫ আগস্টের পর এদের ধরতে বিভিন্ন সময় ব্যবসায়ী সমিতি পুলিশকে জানায়। কিন্তু এরা আটকের কিছুদিন পর ছাড়া পেয়ে আবার প্রতারনায় যুক্ত হয়।
স্থানীয় ব্যবসায়ী উজ্বল  জানান, ছিনতাইকারীদের মধ্যে ছাত্রলীগ কর্মী সোয়েব ভয়নক প্রকৃতির। এদের হাতে প্রতারনার শিকার হয়ে অনেক পাসপোর্টধারী জীবন হারিয়েছেন। বিগত সরকারের আমলে প্রতারনার রাজস্ব গড়ে তোলে সীমান্তে। আর এখন বর্তমান সরকার সমর্থিত দলের নেতাদের প্রশ্রয়ে অপরাধ চালিয়ে যাচ্ছে।
সবশেষ গত ২১ ডিসেম্বর ভারতে যাওয়ার সময় এ চক্রটির প্রতারণার শিকার হয় ঢাকা কদমতলীর সারই মসজিদ রোড ধানিয়া এলাকার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মনোজ কুমার। মেয়ে অবন্তী করকে সঙ্গে নিয়ে গত শনিবার চিকিৎসার জন্য বেনাপোল বন্দরে এসেছিলেন। এ সময় সোয়েব তার চক্রের সদস্যরা পরিবহন স্টাফ পরিচয়ে  ইমিগ্রেশন সংলগ্ন ওয়ান ব্যাংকের এটিএম বুথের পাশে নিয়ে জিম্মি করে। পরে মেয়েকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় ৩৫ হাজার টাকা। এ ঘটনায় মনোজ কুমারের মেয়ে অবন্তী করের দায়ের করা এজাহারে ওই দিন পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বেনাপোল পোর্টথানার বড় আঁচড়া গ্রামের গ্রামের আমজাদ হোসেনের ছেলে শোয়েব আক্তার, জাবের শেখের ছেলে শেখ রাহাদ অন্তর ও ইউসুফ আলীর ছেলে আব্দুল কাদেরকে গ্রেফতার করে। এদের কাছ থেকে উদ্ধার হয় ছিনিয়ে নেয়া টাকার মধ্যে মাত্র ১৩ হাজার। তবে ছিনতাই করা টাকা সব ফেরত না পাওয়ায় ভারতে চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়ে এ শিক্ষকের।দুশ্চিন্তায় পড়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে  মারা যায় মনোজ কুমার। এসময় চেকপোস্ট এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানান ভুক্তভোগী অবন্তী কর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।