মা,কথাটি সত্য অতি কিন্তুু জান ভাই,
ইহার চেয়ে নামজে মধুর ত্রি ভুবনে নাই।
তোমার কোলে মাথা রেখে ঘুমাই যখন,
আমি মনটা তখন ব্যাকুল হয়ে করে ছোটাছুটি।
মা যে, আমার সোনার খনি,
দুই নয়নের আলো।
তোমার আদর,ন্সেহ, মায়ায় ও,
মমতায় জুড়িয়ে যায় আমার প্রান।
তোমার মুখখানি দেখলে,
মাগো ক্ষুধা নিবারণ হয়।
তুমি যে, আমার প্রিয় শিক্ষিকা,
সেই, আদার্শলিপির।
শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মা – মোঃমেহেদী হাসান
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০