সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে অভয়নগর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ আগস্ট বিকাল ৫ টায় অভয়নগর প্রেসক্লাবের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রিপন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম। এসময় সভায় উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক আবুল বাশার, যুগ্ম সম্পাদক আলী আকবর সম্রাট, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক মোঃ মফিজুর রহমান, অভয়নগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। ওই সভায় বক্তব্য নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে হত্যা করে চক্রটি বাংলাদেশের সকল সাংবাদিকদের একতাবদ্ধ হওয়ার বার্তা দিয়েছে। আমরা সাংবাদিক তুহিনের হত্যাকারীদের কঠোর শাস্তি দেখতে চায়। আমরা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎস্বর্গ করি, অপরাধ নির্মূল করায় আমাদের দায়িত্ব কিন্তু সত্যি ঘটনা প্রচার করতে গিয়ে হামলা-মামলার শিকার হতে হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের কোনপ্রকার সহযোগিতা করা হয়না। তাই আসুন আমরা সাংবাদিকরা সকলে একতাবদ্ধ হয়ে সমাজে দুর্নীতিবাজ অপরাধ চক্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি। পরিশেষে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে অভয়নগর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ আগস্ট, ২০২৫