২৪-এর গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিলটি উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। মিছিল শেষে তারা বাসাইল জিরো পয়েন্ট সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন প্রমুখ। এসময় বাসাইল পৌর জামায়াতে ইসলামীর আমির ফরিদ হোসাইন ও সেক্রেটারী আরিফুজ্জামান স্বপনসহ উপজেলার বিভিন্ন এলাকার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আমিনুল ইসলাম খান।
বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাসাইলে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ আগস্ট, ২০২৫