নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জায়নামাজ ও তসবিহ বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ছনি সরকারের নিজ উদ্যোগে ও অর্থায়নে রবিবার (১০ আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে লুৎফর রহমান প্রামানিক,পথিন সরদার, লিপু সরদার, সাইফুল ইসলাম, ফিরোজ রহমান, হাবিবুল্লাহ, আব্দুস সামাদসহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষক ছনি সরকার বলেন, শিক্ষার্থীদের ভালো পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার জন্য নামাজ আদায় করার কোন বিকল্প নেই। তাই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যারা বেশ কিছু দিন ধরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে তাদেরকে আজ জায়নামাজ ও তসবিহ উপহার দেওয়া হয়েছে। এবং যে সকল শিক্ষার্থীরা এখনও সালাত আদায় করছেন না তাদের কে সালাত আদায়ের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে পাশাপাশি ধর্মীয় নিয়ম নীতিতে জীবন যাপনের জন্য পরামর্শ দেয়া হচ্ছে।