যশোরের অভয়নগরে নিজের বোনের স্বামী ও ভাইয়ের কাছে প্রতারণার শিকার হয়ে সাড়ে ৯লাখ টাকা খুয়ে দ্বারেদ্বারে ঘুরছে অসহায় জিয়াউর রহমান গাজী নামের এক ব্যক্তি। এব্যাপারে নিজের বোন-ভাইসহ বোন জামাইয়ের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়া গ্রামের ইনছার মোল্লার ছেলে শামিম মোল্লা (বোন জামাই) দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করে। ফলে ভুক্তভোগী উপজেলার হিদিয়া গ্রামের সৈয়দ আলী গাজীর ছেলে মোঃ জিয়াউর রহমান গাজীকে নিজের ভাই মোঃ রেজাউল গাজী, বোন পলি খাতুন ও বোন জামাই শামিম মোল্লা যোগসাজশে সৌদি আরব নিয়ে যাওয়ার প্রলোভণ দিয়ে সাড়ে ৯ লাখ টাকা হাতিয়ে নেয়। এবং ভুক্তভোগীকে সৌদি আরব নিয়ে গিয়ে ব্যাপক মানুষিক ও শারীরিক নির্যাতন করে। ফলে ভুক্তভোগী বাড়ির স্ত্রীর মাধ্যমে ধারদেনা করে সৌদি আরব থেকে বাড়িতে চলে আসেন। যে কারনে ভুক্তভোগী ওই প্রতারকদের খপ্পরে পড়ে সবকিছু হারিয়ে সহায় সম্বলহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। অন্যদিকে ভুক্তভোগী জিয়াউর রহমান গাজী জানান, সৌদি আরব যাওয়ার জন্য বিভিন্ন এনজিও থেকে ৫ লাখ টাকা লোন তুলেছিলাম আসা ছিলো বিদেশে কাজ করে তাদের লোনের টাকা পরিশোধ করবো কিন্তু এখন আমার পালিয়ে বেড়াতে হচ্ছে আমার আপন মানুষের প্রতারণার কারণে, সব এনজিও গুলো নোটিশ করেছে তাদের টাকা পরিশোধ না করতে পারলে তারা আমার নামে মামলা করবে বলে হুমকিও দিচ্ছে। এখন আমার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই, আমি আমার টাকা ফেরত চায়। আমার সাথে নিজের ভাই বোন ও বোন জামাই যে প্রতারণা করেছে তাদের কোঠিন শাস্তি চাই। এবিষয়ে ভুক্তভোগীর বোন পলি খাতুন বলেন, আমার ভাই জিয়াউর রহমান গাজী আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বরং ভাই কে বিদেশ পাঠানোর জন্য আমরা ভাই বোন মিলে দেনা হয়ে তাকে বিদেশ পাঠিয়েছিলাম এখন সে যদি না থাকতে পারে সে ক্ষেত্রে আমরা কি করতে পারি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অভয়নগরে আপন মানুষের প্রতারণায়, দ্বারেদ্বারে ঘুরছে অসহায় জিয়াউর
প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ আগস্ট, ২০২৫