শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ আগস্ট, ২০২৫
তামাক ব্যবসা লেনদেন সংক্রান্ত বিরোধে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মোঃ আলী মিয়া (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লামার গজালিয়া  ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) বটতলী পাড়া গ্রামে।
ভুক্তভোগী মোঃ আলী মিয়া জানান, গত বছর ২০২৪ সালে ফেব্রুয়ারি মাস হতে কিস্তি আকারে স্থানীয় তামাক চাষি আব্দুল মোতালেব, পিতা আব্দুল আজিজকে তামাক ক্রয় বাবৎ ১ লক্ষ ২৮ হাজার প্রদান করি। সে প্রতারণা করে মৌসুমে তামাক না দিয়ে এলাকা থেকে উদাও হয়ে যায়। সেক্ষেত্রে সবার জানমতে তার খামার বাড়ি হতে একটি ছোট গরু আমি জিম্বায় নিয়ে আছি। প্রায় ৬ মাস লালন পালন করি। পরে গরুটি ৬৩ হাজার টাকায় বিক্রি করি। এ বিষয়ে কয়েকবার স্থানীয় সামাজিক সালিসি বৈঠক হয়। পাওনাদার ব্যক্তি আমার টাকা গুলো দিবে দিবে বলে না দিয়ে পরে পালাতক রয়েছে।
এদিকে মোঃ নোমান ওসমানী নামে বহিরাগত লোক এসে বর্ণিত গরুটি দাবি ষড়যন্ত্র করে আদালতে আমার বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দায়ের করেন। তার সাথে একটি প্রভাবশালী চক্রও ষড়যন্ত্রে জড়িত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাদীর বিষয়ে আমি ভালো করে জানিও না।
সম্প্রতিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,মোঃ আলী মিয়ার এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, আব্দুল মোতালেব এর সাথে মোঃ আলীমিয়া লেনদেনের সত্যতা মিলে কিছু ডকুমেন্টস রয়েছে।এবং সমাজের সহজ সরল ব্যক্তি আদালতে মামলার বিষয়ে স্থানীয় ও তার পরিবার চিন্তিত রয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ মোস্তফা সর্দার,খালেক,কুদ্দুস, জোয়েল, শুক্কুর জানান, মোঃ আলী মিয়া বনাম আবদুল মোতালেব এর লেনদেন সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য দু,একবার বৈঠক হয়েও পরে পাওনাদার মোতালেব অনুপস্থিত থাকার কারনে সমাধান করা সম্ভব হয়নি। পরে শুনি এর জের ধরে অন্য একজন লোক গরুর বিষয়ে মামলা করেছে।
ভুক্তভোগীদের দাবি, সিআর ২৭৮/২৫ মামলাটি করা বিষয়ে মাননীয় আদালতে মাধ্যমে সুষ্ঠু তদন্ত করলে আসল ঘটনা উদ্ঘাটন হবে আমার প্রত্যাশা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।