সোমবার , ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চৈক্ষ্যং এ নারী সমাবেশ ও জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে আলীকদমের  চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের হলরুমে লামা তথ্য অফিসের উদ্যোগে “নারী সমাবেশ” এবং জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের ভূমিকা নিয়ে নির্মিত ডকুমেন্টারি  “বীর চট্টলা” প্রদর্শনী  অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন এবং  সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্ভাবনা, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর  গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তৃতায় সহকারী তথ্য অফিসার সর্বজনীন পেনশন স্কিম, টাইপয়েড ভ্যাকসিন, জন্ম নিবন্ধন, সরকারের নীতি- আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা,  সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার  এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার তথ্য নিয়ে আলোচনা করেন।
নারী সমাবেশে আরও উপস্থিত ছিলেন চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যান, ১নং ওয়ার্ড ইউপি সদস্য, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য, ৫ ও ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ১,২, ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক রইচ উদ্দিনসহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।