মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন এর বাসাইল গ্রাম থেকে দুই চিহ্নিত গাজা সেবনকারী কে গ্রেফতার করা হয়।
বুধবার (৬জুলাই)বাসাইল গ্রামের সানোয়ার মোল্লার ছেলে মোঃ আনোয়ার মোল্লা(২৯) ও সামাদ সরদারের ছেলে ইমরান সরদার(২৭) কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নূরেন অভিযান পরিচালনা করেন।ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সানের ৩৬(১)সারনীর ১৬ ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্ধ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, কারো কাছে কোন তথ্য থাকলে আমাকে সহযোগিতা করবেন।