জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে সারদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) হরিপুর উপজেলা শাখার আয়োজনে বিকাল ৫টায় দলীয় কার্যালয় থেকে এক বিজয় র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিন করেন। র্যালী শেষে কালিগঞ্জ বাজারে পথ সভা করেন।

এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও -২ আসনের সাবেক এমপি জেড মতুর্জা চৌধুরী তুলা, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক আবুতাহের প্রমুখ। অপর দিকে সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর শাখার আয়োজনে এক গণমিছিল ও র্যালী সহ পথসভা করেন। এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও -২ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম,উপজেলা আমির রফিকুল ইসলাম প্রমুখ।