জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতাল মোড়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে শহরের প্রধান সড়কে গণমিছিলে অংশ নেন দলটির উপজেলা, পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা। উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতাল মোড় থেকে শুরু হওয়া গণমিছিলটি সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পাট মহল মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, যে লক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। আগামীতে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা পুরোপুরি বিলুপ্তির পাশাপাশি পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবি জানান নেতাকর্মীরা।
সমাবেশে উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, পৌর আমির মাওলানা নাজমুল হক, সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, সুখিয়া ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি আশরাফুল ইসলাম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন সেক্রেটারি রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি আকরাম হোসাইন।
গণমিছিল শেষে উপজেলা সেক্রেটারি আনম আব্দুল্লাহ মোমতাজ, সাবেক আমীর ডা. মোঃ সোহরাব উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা আবুল কাশেম বিপ্লব বক্তব্য রাখেন। পরিশেষে উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বারের সমাপনী বক্তব্যের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।