নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল ও ভাদাই জাল জব্দ করে আগুনে ভূস্মিভূত করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের কয়েকটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল এবং ভাদাই জাল দিয়ে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর ও বিল চৌর এবং মিরাট ২নং স্লুইচ গেট এলাকায় মাছ নিধন চলছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তর সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান থানাপুলিশ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিল থেকে ৫০ হাজার টাকা মূল্যের ১৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল এবং আরো অর্ধ লক্ষাধীক টাকার ভাদাই জাল জব্দ করে জালগুলো বিলের পাড়ে আগুন দিয়ে ভূস্মিভূত করা হয়েছে।