মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (PBGSI)’ স্কিমের অধীনে নাগরপুরে ৩৬ জন মেধাবী শিক্ষার্থী এবং ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, টাঙ্গাইলের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুল হাসান, সবুক্তগীন সহকারী পরিদর্শক আবুল খায়ের মোহাম্মদ এবং উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান।
২০২২ ও ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার মানোন্নয়ন, উপস্থিতির হার, প্রশাসনিক দক্ষতা, সহশিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের উপর ভিত্তি করে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ বলেন,এই উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”