খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার একমাত্র শহিদ মো. মজিদ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
রসুলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার , পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মঞ্জিলা জুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেন এবং রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।
শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে রামগড় উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও পুষ্পস্তবক অর্পণ করে।
পরে বাদ যোহর উপজেলার প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ নিহত ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে রামগড় থানার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।