রবিবার , ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জামালপুর জেলায় নাশকতার মামলায় আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০২ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এরআগে ১ আগস্ট রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে, সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম ফরহাদ, জামালপুর শহর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আয়নাল হক, মাদারগঞ্জ উপজেলার কড়াই চড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আদারভিটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মেলান্দহের কুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেদ মিয়া (৪৩) এছাড়া বকশীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মহসিন বকশী রয়েছে।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন উপজেলায় দায়ের হওয়া নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরের দিকে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.সোহেল মাহমুদ বলেন, জেলার মাদারগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ি, মেলান্দহ ও সদর উপজেলা থেকে নাশকতা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।