পাবনার আটঘরিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে । স্থানীয় শামসুল আলম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৫ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (২ আগস্ট) দুপুরে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথি মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, আটঘরিয়া, পাবনা ।
স্বাগত বক্তব্য প্রদান করেন শামসুল আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইদুল ইসলাম কচি।বক্তব্যদেন -বিশেষ অতিথি পারখিদিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম নাজমুল হক, আটঘরিয়া থানার ওসি মোঃ শফিকুজ্জামান সরকার, প্রধান শিক্ষক সি এম আশরাফ সিদ্দিকী, ছাত্র মোঃ হাচিন রায়হান হিমেল প্রমূখ।
আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের স্কুল ও মাদ্রাসা থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৪৯ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় পরে। উপস্থিত সকলের জন্য আপ্যায়ন এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাটোর সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম।