ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের নিরীহ পরিবারের সদস্য মোফাজ্জল হোসেনের বাড়ী বসতঘর ভাংচুর সহ তার উপর সশস্ত্র হামলার প্রতিবাদে ও অবিলম্বে উ মামলার আসামি সাইফুল ইসলাম, তাহের উদ্দীন ও সুনু মিয়া গংদের গ্রেফতার সহ বিচারের দাবিতে তেলিয়াপাড়া নিজ বাড়িতে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাংবাদিক সম্মেলন করেছে নির্যাতিত পরিবার। উক্ত সাংবাদিক সম্মেলনে নির্যাতিত পরিবারের প থেকে বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেনের মেয়ে রোবেনা আক্তার ও তার পুত্রবধু রুনা আক্তার। এসময় রোবেনা বলেন আমার বাবা তোফাজ্জল হোসেন গত সোমবার স্থানীয় বাজার থেকে বাড়ীতে আসার পথে সন্ত্রাসীরা তাদের দলবল নিয়ে অর্তকিত দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সাইফুল ইসলাম গংরা হামলা করে। বর্তমানে আমার বাবা ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আশংস্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা আমার ভাইকে মেরে ফেলবে বলে সন্ত্রাসীরা বার বার হুমকি দিচ্ছে। বর্তমানে আমার ভাই সন্ত্রাসীদের ভয়ে বাড়ী ছাড়া রয়েছে। সন্ত্রাসীরা আমাদের পরিবারের লোক জনদের উপর যে কোন সময় হামলা চালিয়ে খুন জখম করবে বলে আমরা আশংকায় আছি বলে সাংবাদিক সম্মেলনে পরিবারের লোকজন অভিযোগ করেন। আমরা এই হামলাকারী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার সহ শাস্তির দাবি জোর দাবী জানাচ্ছি এবং উর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নান্দাইলে নিরীহ পরিবারের সদস্য তোফাজ্জল হোসেনের উপর সন্ত্রা*সী হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ আগস্ট, ২০২৫