পাবনা মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বনলতা কফি শপ এন্ড পার্টি সেন্টারে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও ইম্পেল ল্যাবের এমডি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান, বিএসটিআই এর সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, বিশিষ্ট সাংবাদিক ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির পরিচালক এবিএম ফজলুর রহমান, এনএসআই এর সহকারী পরিচালক লুতফুল কবির, স্কয়ার ফার্মা এর ডিজিএম খাইরুল আলম প্রমুখ।
সভায় সকলের সম্মতিক্রমে গ্রেইন প্লাস ল্যাবের এমডি সাইফুর রহমানকে সভাপতি ও ইম্পেল ল্যাবের এমডি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম ফারুক, মো. রবিউল ইসলাম রবি, মো. আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আজম সাজিব, সহ সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মো. আসাদুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক মো. জুয়েল আসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মো. রাশেদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ পারভীন, দপ্তর সম্পাদক মো. ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শরিফুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুল কাদের মঞ্জু, মো. তাজ উদ্দিন বিশ্বাস, নির্বাহী সদস্য হাকিম আ. রহিম, মো. একরামুল হক সোহেল, মো. শাহেদ ইসমাইল, জয়েন উদ্দিন রুবেল, বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আক্তার হোসেন, সোহেল হোসেন, এ এইচ এম রেজাউন জুয়েল।
৭ সদস্যের উপদেষ্টা ম-লীর সদস্যরা হলেন, স্কয়ার ফার্মাসিটিক্যাল এর ডিজিএম মো. খাইরুল আলম, ইড্রাল ল্যাবরেটরিজ এর আবুল হোসেন, ড্যাফোডিল ল্যাবরেটরিজ এর ডা. ইফতেখার মাহমুদ, এ কে এল ল্যাবরেটরীজ এর আলহাজ্ব মো. রাশেদুজ্জামান, রন্টি ফার্মাসিটিক্যালস ও দৈনিক স্পষ্টবাদী পত্রিকার সম্পাদক প্রকাশক মো. ইমরুল হাসান রন্টি, এভেন্জার ল্যাবরেটরিজ এর নূর মোহাম্মদ আজাদ খান, এসএমই ল্যাবরেটরিজ এর মো. মাহাবুব হোসেন।