পাবনা ফরিদপুর উপজেলা গোলটাকা গ্রামে বড়াল নদীতে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার( ৩১) জুলাই বেলা ১২.০০ দিকে এই ঘটনা ঘটে।মো: মাসুম (৭) পিতা আসাদ বিশ্বাস, এবং মো: আবির বিশ্বাস (৮) পিতা: আসলাম বিশ্বাস ছোট গোলাটাকা গ্রামের চাচাতো ভাই এবং তারা ছোট গোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
এলাকা বাসির কাছে জানা যায়,এই দুই ভাই দুপুরের সময় খেলা করতে করতে নদীর পাড়ে যায় এবং তারা বড়াল নদীতে গোসল করতে নামে। নিহত আবিরের মা অনেক সময় দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে এক পর্যায়ে কান্না শুরু করেন এবং নদীর পাড়ে তাদের খেলনা ও স্যান্ডেল দেখতে পায়। চিৎকার চ্যাচামেচি শুনতে পেয়ে এলাকা বাসি অনেক খোজাখুজি পর নদীর তলদেশ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।স্থানীয়রা বলেন, শিশু দুইটি সাতার না জানাতো না। এই বিষয়ে থানা অফিসার ইনর্চাজ মো: হাসনাত জামান বলেন,এটি একটি মার্মান্তিক দুর্ঘটনা, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন ঘটনায় এলাকায় জুরে শোকের ছায়া নেমে এসেছে।