মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ জুলাই, ২০২৫
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, আটোয়ারী এবং জেলা শিক্ষা অফিস, পঞ্চগড়ের আয়োজনে শনিবার ( ২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউট, এসএডিপিপিবিজিএসআই বৃত্তি এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ৩৬জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(অ. দা.)খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালী শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য  মোঃ মতিয়র রহমান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের পক্ষ থেকে মির্জাপুর মাওঃ আজিম উদ্দীন আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণের পক্ষ থেকে মোঃ আবুল কাসেম এবং পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থী  বাঁধন আক্তার সাথী নিজের অনুভুতি ব্যক্ত করেন। বক্তারা একটি সুখী সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার গুরুত্বারোপ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান,  পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমে ২০২২ – ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত  ৩৬ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।  এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।