কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া গ্রামে হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই, ২০২৫খ্রিঃ) বিকালে আহুতিয়া যুব সমাজের উদ্যোগে তদন্ত কেন্দ্র সংলগ্ন মাঠে আয়োজিত এ খেলায় অংশগ্রহণ করে বিবাহিত বনাম অবিবাহিত দুইটি দল। খেলাটি উদ্বোধন করেন ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বিএনপি নেতা মোঃ মুক্তার উদ্দিন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মোস্তফা কামাল, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হানিফা, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাজি মস্তুফা কামাল, বিশিষ্ট সমাজসেবক মোঃ হিমেল আহমেদ সুমন এবং সাবেক মেম্বার মোঃ ফজলুর রহমান।
খেলাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন মোঃ আবুল কাশেম ও জজ মিয়া, সহকারী পরিচালক হিসেবে ছিলেন মোঃ রিপন মিয়া ও রুমেল মিয়া।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদকমুক্ত পরিবেশ উপহার দিতে পারলে দেশ ও জাতির উন্নয়ন সাধিত হবে। তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। এসময় বক্তারা আরও বলেন, জয়-পরাজয় মেনে নিয়ে নিয়ম ও শৃঙ্খলার শিক্ষা নেওয়া প্রয়োজন। উক্ত খেলায় অবিবাহিত দল বিজয় লাভ করেন।