পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সভাপতিত্ব করেন বিদ্যালয় সভাপতি ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খান।
প্রধান অতিথি আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, বিশেষ অতিথি আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন।
২০২৫ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় যে সকল ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয় তাদের জন্য এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় হতে ২৩ জন ছাত্র ছাত্রী জিপিএ ৫ পেয়ে আটঘরিয়া উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করে।
সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ক্রেস্ট ও অভিনন্দন পত্র দেওয়া হয়। এসময় কৃতি শিক্ষার্থী ও তাদের পিতা/মাতা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর সবুর খান, অভিভাবক মোঃ আবু কামাল প্রভাষক, ছাত্র মোঃ হাসিন রায়হান হিমেল, মোছাঃ রাইমা বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম।