ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের নতুন ভবন বিয়ারা গ্রামের পুরাতন ইউপি ভবনের জায়গায় নির্মাণ করার দাবী জানিয়ে সোমবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত ইউনিয়নের সংখ্যাগরিষ্ট সর্বদলীয় জনগণের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হাই। সাবেক ইউপি সদস্য ইসমাঈল মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আসাদুজ্জামান নয়ন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল্লাহ ভুইয়া, মো. শফিকুল ইসলাম রিপন মাস্টার, আলী আসলাম ভূইয়া, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান সেতু,বর্তমান ইউপি সদস্য বজলু রহমান, সাবেক ইউপি সদস্য ফরিদ মিয়া, ফরিদ মেম্বার, ইছহাক, সমাজ সেবক মন্টু সরকার, রমজান, শরীফ আহম্মেদ,শফিকুল ইসলাম প্রমুখ ব্যাক্তিবর্গ।
বক্তারা উক্ত ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকনের বিরুদ্ধে বলেন, নির্দিষ্ট জায়গায় ইউপি ভবন থাকা সত্ত্বেও চেয়ারম্যান খোকন ইউনিয়নের একপ্রান্তে তার নিজ গ্রামের বাড়ি সুরাশ্রমে নতুন ভবন নির্মাণ করার পায়তারা করে যাচ্ছে। ১৯৬১ সন থেকে প্রতিষ্ঠিত ইউপি ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে ষড়যন্ত্রের ঘটনাকে তীব্র নিন্দা জ্ঞাপন করে বক্তারা আরও জানান, পুরাতন ভবনের জায়গার সংকুলান হওয়ায় জনস্বার্থে পরিষদের নামে সাফকাওলা করে যথার্থ জমি দেওয়া হয়েছে। উক্ত পুরাতন ভবনের স্থানেই নতুন ইউপি ভবন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।