অতিবৃষ্টি, নদী ভাঙ্গন, নদীর পানি বৃদ্ধি পাওয়া ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত শুকনা খাবার ও ত্রাণ বিতরণ করা হয়েছে ।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, গোপালপুর, টাঙ্গাইল এর আয়োজনে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৪টায়, উপজেলা পরিষদ হলরুমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন. এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ও উপজেলার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
এসময় হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়নের ৫০জনের মাঝে ২০কেজি চাল এবং অন্যান্য শুকনা খাবার বিতরণ করা হয়।