যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর -৪ আসনের জমায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেছন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত দেশ পেয়েছি, এবার দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া যায় তবে এদেশের উন্নয়ন হবে, নিরাপদ ও সুখী সমৃদ্ধ জনপদ হিসাবে গড়ে উঠবে। সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলেই কেবল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। তিনি আরো বলেন, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল কোরআনের বিধান বাস্তবায়ন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। মঙ্গলবার বিকালে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজারে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। এরআগে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ধুলগ্রামে ২০২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মানে আলেম ও ইমামদের ভুমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর শেখ আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে ও অভয়নগর থানা জামায়াতের সেক্রেটারী মহিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল আজিজ, থানা জামায়াতের আমীর সরদার শরিফ হুসাইন, আল মুদারিবের পরিচালক শেখ মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি, থানা জামায়াতের প্রচার সম্পাদক শরিফ বেলাল হুসাইনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগন। পরে আমতলা বাজারে ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়।

বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে লড়াই করতে হবে-অধ্যাপক গোলাম রসুল
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫