ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৬টি ইউনিয়নের ৫০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল, পোশাক এবং ব্যাগ সহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বমর্ণ ৫০ জন গ্রাম পুলিশের মাঝে এসব মালামাল বিতরণ করেন। এ সময় তিনি বলেন এই বাইসাইকেল গ্রাম পুলিশের কর্যক্রম পরিচালনা করতে সহায়ক হবে এবং মানুষের সেবা দিতে পারবে। বাইসাইকেল বিতরণের সময় উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, ৫০ জন গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসারগণ উপস্থিত ছিলেন। বাইসাইকেল পেয়ে হরিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ জিয়া,হারুন সহ সকলেই বলেন, সরকারের দেওয়া এই বাইসাইকেল পেয়ে আমরা অনেক আনন্দিত। এখন আমরা সাইকেলের মাধ্যমে যে কোনো খানে তথ্য সংগ্রহে দ্রত যেতে পারবো।

বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
হরিপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ জুলাই, ২০২৫