বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ জুলাই, ২০২৫
ময়মনসিংহ  নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. রফিক উদ্দিনের ছেলে নিরীহ যুবক ইয়াসিন আরাফাত সাগরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও জেল হাজতে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎২৩ জুলাই ২০২৫ ইং, বুধবার বেলা ১২টায় বাহাদুরপুর আমতলা এলাকায় ইয়াসিন আরাফাত সাগরের পরিবারের সদস্য ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‎ স্বপন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাসেল মিয়া, সাবেক আনসার কর্মকর্তা জসীম উদ্দীন, কাজল সরকার ও আনোয়ারুল জুয়েল।
‎বক্তারা বলেন, “ইয়াসিন আরাফাত সাগরের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন নিরপরাধ যুবকের জীবন ধ্বংসের অপচেষ্টা কখনোই মেনে নেওয়া যাবে না।”
‎তারা আরও বলেন, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইয়াসিন আরাফাত সাগরের মুক্তি নিশ্চিত করতে হবে এবং যারা ষড়যন্ত্রে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
‎মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এবং বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।