গতকাল ১৯ জুলাই’২৫, শনিবার, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থ হয়ে পড়ায় সমাবেশ শেষে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান বিএনপি’র সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সাথে ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি সম্মানিত আমীরে জামায়াতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং জাতির এই ক্রান্তিলগ্নে দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দো’য়া করেন।
এসময় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি’র চেয়াপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ফোন করে খোঁজখবর নিয়েছেন এবং উনাদেরকেও খোঁজখবর নিতে বলেছেন।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর জনাব মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমীর ডা. খালিদুজ্জামান, আমীরে জামায়াতের স্পেশাল এডভাইজার ড. জুবায়ের আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।