বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলে খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ জুলাই, ২০২৫

ময়মনসিংহের নান্দাইলে শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২১ জুলাই) আয়োজিত  অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোচনা স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের নেতা মোবারক হোসেন উজ্জ্বল।

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন: ‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম, ‎ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নুরু,আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শামসুল হক, ‎যুবদল নেতা মাহমুদুল হাসান আরিফ,বিদ্যালয়ের সাবেক সদস্য হাসান মেম্বার,বর্তমান সদস্য হারুন অর রশিদ,শিক্ষক শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।


‎বক্তারা বলেন, “খুররম খান চৌধুরী ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ ও নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী। তিনি আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বিশেষ করে শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য এবং স্মরণীয় হয়ে থাকবে।”

‎অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন সাহবে বাড়ি জামে মসজিদের ইমাম সিব্বির আহম্মেদ বাচ্চু ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।