বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল আটঘরিয়া পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে উপস্থিতি সকলের সর্বসম্মতি ক্রমে আটঘরিয়া পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদুল ইসলাম শাহাই নির্বাচিত হয়েছেন।
আজ ১৯ জুলাই শনিবার বিকাল চারটার সময় আটঘরিয়া বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সাধারণ সম্পাদক পাবনা জেলা শ্রমিক দল আব্দুল গফুর।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দীন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপির নুর মোহাম্মদ খোকন, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি,চাটমোহর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল বারিক, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, পৌর যুব দলের আহবায়ক আনোয়ারুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান টিটু, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মনোনয়ার হোসেন মঞ্জু প্রমুখ।
পৌর কৃষক দলের আহবায়ক বিএম বাবুল হোসেন, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরজু প্রমুখ।
উক্ত সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি / সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।