সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা, এবং দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা যুবদলের নেতৃবৃন্দ একথা বলেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় বান্দরবান শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল শেষে মুক্তমঞ্চের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে বান্দরবান জেলা যুবদল।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্লিপ্ত থেকে ক্ষমতাসীনদের মদদে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। একইসঙ্গে তারা গুজব ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও দাবি করেন।
বক্তারা আরও বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের কটুক্তি বরদাস্ত করা হবে না। প্রয়োজন হলে যুবদল দাতভাঙা জবাব দেবে।”
তারা সরকারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার।”
সমাবেশে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও স্লোগান সহ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক আমিন উল্লাহ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমরসহ অন্যান্য নেতৃবর্গ।