বান্দরবানের লামার সরইতে জায়গা- জমির বিরোধের জের ধরে বৃদ্ধ সাহাব উদ্দীন (৭০) কে লাঠির আঘাতে মারাত্মক জখম করেন প্রতিপক্ষরা। সেক্ষেত্রে লামা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটায় শফিকুর রহমান নামে (৫৫) আরও এক একজন আহত হন।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বর্ণিত ইউনিয়নের হাবিবুর রহমান পাড়ায় (৩নং ওয়ার্ড) এ ঘটনা ঘটে। ঐ সময় বিরোধী পক্ষের ১৫/২০ সশস্ত্র লোক ছিল বলে জানান ভুক্তভোগীরা। পরে খবর পেয়ে সরই পুলিশ ফাঁড়ির লোকজন এসে আহতদের উদ্ধার করেন।
সরই ইউনিয়ন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান পাড়ার বাসিন্দা আহত সাহাব উদ্দীন ও তার মেয়ে আরেফা বেগম মুন্নি জানান, ২০২২ সাল হতে আব্দুল মাবুদ গং এর সাথে ৩০১ নং সরই মৌজার ৩২ নং হোল্ডিং এর কিছু অংশ ৩৩৪ নং দাগের জায়গা সাথে বিরোধ চলে আসছে।
ওই জমি নিয়ে উভয় পক্ষ সমাধানের জন্য ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেয়। পরে আদালতে মামলা বিচারাধীন থাকায় পরিষদ তাদেরকে বিষয়টি আদালতেই সমাধান করার পরামর্শ দেন। পরে নিষেধাজ্ঞা আরোপ হয়ে ২০২৩ ইং, আছে।
সেক্ষেত্রে আমাদের অন্য দাগের জায়গা চাষ করতে ট্রেক্টর আনলে প্রতিপক্ষের নুরুল আমিন (৬০), নুরুল আবছার (৩৮),কামরুল ইসলাম (৩০), আমির হোসেন (৪০) সব পিতা, আব্দুল মাবুদ, রাশেরদুল ইসলাম (২৫), নুরুল ইসলাম সহ অজ্ঞাত আরও র ১৫/২০ সশস্ত্র লোক আমার বৃদ্ধ পিতা, সাহাব উদ্দীনকে লাঠি,হন্দা,দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ডান হাতে রক্তপাত হয়ে গুরুতর আহত হন। পাশিপাশি শফিকুর রহমান আহত হন। আমাদের দরিদ্র ও অসহায়ত্ব সুযোগ নেয় তারা। খবর পেয়ে স্থানীয় পুলিশ এসে কোন রকমে আমাদের উদ্ধার করে প্রাণে রক্ষা পাই। পুলিশ হাসপাতালে যেতে পরামর্শ দেন। লামার সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অভিযুক্ত সাহাব উদ্দীন ও তার ভাইয়েরা জানান, আদালতে নিষেধাজ্ঞা আরোপিত জায়গায় সাহাব উদ্দীন গং চাষাবাদ করতে গেলে আমরা বাধা দিই। সেক্ষেত্রে আমাদের দুইজন আহত হয়েছে।
এ বিষয়ে লামা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহাম্মদ জোবাইর জানান, ডান হাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপালে রেপার করা হয়।
এ ব্যাপারে সরই পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করি, বৃদ্ধকে চিকিৎসা নিতে বলি। পাশাপাশি জায়গা জমি সংক্রান্ত বিরোধ বিষয়ে আইন আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি।
স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, পরিবর্তিত পরিস্থিতিকে পুঁজি করে এলাকায় একটি অসাধু চক্র যে কোন বিষয়ে উত্তেজনা করে সমাজে অস্থির পরিস্থিতি সৃষ্টিতে লিপ্ত রয়েছে। এ বিষয়ে আমাদের সচেতনতা জরুরি।