বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আটঘরিয়া পৌর শাখার ৪ নং ওয়ার্ড কৃষক দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১৩ জুলাই সন্ধ্যায় আটঘরিয়া কলেজপাড়া করিম সাহেবের
রাইস মিলের উপর অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন আটঘরিয়া পৌর কৃষক দলের সভাপতি বিএম বাবুল হোসেন।
সাধারণ সম্পাদক বাবুল আক্তারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষক দলের সভাপতি মো: আবুল হাসেম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিকসন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, শফিউদ্দিন শফি, নুর মোহাম্মদ,
পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, পৌর বিএনপির সাবেক আহবায়ক আমজাদ হোসেন তুষার, উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।
চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশীদ মোল্লা, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন,
পৌর যুবদলের আহবায়ক আনোয়ার ইসলাম, সদস্য সচিব আয়তুল্লাহ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ২ বছরের জন্য আটঘরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কৃষক দলের সম্মেলনে সকলে উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে গোলাপ সরকারকে সভাপতি, রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক ও মজনু আলীকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।