শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চলনবিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পু*ড়ি*য়ে ধ্বং*স

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ জুলাই, ২০২৫
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের চলনববিলে ভ্রাম্যমান অভিযান চালিয়ে বিপুল পরিমাণ  চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত  অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের  আয়োজনে শুক্রবার( ১১জুলাই) বিকাল ৩ টা  থেকে  সন্ধ্যা ৭ টা পর্যন্ত হান্ডিয়াল ইউনিয়নের চলনবিলের বিভিন্ন পয়েন্টে  মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৫ শত ৫০  পিস চায়না দুয়ারী জাল ও ১৫   হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা উপস্থিত ছিলেন৷
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে হান্ডিয়াল ইউনিয়নের চলনবিল এলাকার বিভিন্ন পয়েন্টে  অভিযান চালানো হয়। অভিযানে ৫ শত ৫০  পিস চায়না দুয়ারি জাল যার বর্তমান বাজার মূল্য ২২ লক্ষ টাকা ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল যার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা । পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।