স্টাফ রিপোর্টার:
অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাইকোর্টের বেঞ্চ অফিসার মোরশেদুল হাসান সোহেলকে বরখাস্ত করা হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোহেলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৮ সালে করা বিভাগীয় মামলায় তদন্ত শেষে তাকে বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, গত ১১ আগস্ট মোরশেদুল হাসান সোহেলের গ্রেফতারের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।
প্রকাশিত খবরে বলা হয়েছে, তিনি হাইকোর্টে বেঞ্চ অফিসারের দায়িত্ব পালন করলেও নিজেকে কখনও ব্যারিস্টার, কখনও বিচারক বলে পরিচয় দিতেন। গত ৬ আগস্ট এক নারীসহ তাকে রাজধানী মিরপুরের পীরেরবাগের ঝিলপাড়ের তার নিজস্ব ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার দুটি বিলাসবহুল গাড়িও জব্দ করে পুলিশ।