তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। (ইন্নালিল্লাহে…. রাজেউন)। রবিবার সন্ধ্যায় কুমিল্লার একটি হাসপাতালে মারা যান তিনি।
চেয়ারম্যান বাবুল জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন।
স্থানীয় সূত্র জানায়, গত ৪/৫ দিন থেকে ইউপি চেয়ারম্যান বাবুল অসুস্থ হয়ে পড়েন। ১৪ আগষ্ট তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। রবিবার চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সেখানেই মারা যান তিনি। তাঁর মৃত্যুতে আওয়ামীলীগের নেতা-কর্মীসহ ইউনিয়নবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
গত ১৪ আগষ্ট রাত পৌনে আটটার দিকে নুরুল ইসলাম বাবুল তার ব্যবহৃত ফেজবুক পেজে লিখেন, আসসালামু আলাইকুম। সবকিছু ফয়সালা করার মালিক একমাত্র মহান আল্লাহ পাক। আজ ১৪ আগস্ট করোনা পজেটিভ রিপোর্ট এসেছে, চিকিৎসাধীন আছি। চন্দ্রগঞ্জ ইউনিয়নবাসী ও দেশবাসী সকলের নিকট পরিপূর্ণ সুস্থ্যতার জন্য দোয়া চাই।