বুধবার , ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছয় দফাদাবি বাস্তবায়নের দাবিতে আটঘরিয়ায় স্বাস্থ্য সহকারিদের “অবস্থান কর্মসূচি” পালন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ কর্মরত স্বাস্থ্যকর্মীদের নিয়োগ বিধি সংশোধন করতে স্নাতক / সমমাস সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেড উন্নতিকরণ,

টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ছয় দফা দাবি নামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য  সহকর্মীদের “অবস্থান কর্মসূচি” পালন করেছে।

আজ মঙ্গলবার ২৪ জুন সকাল ৮টা থেকে সকাল দশটা পর্যন্ত ২ ঘন্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই অবস্থান কর্মসুচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন এর আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নাহিদ হাসান আমিরুল ইসলাম,
সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ রুবেল হোসেন, সদস্য চন্দন কুমার তরফদার, জেসমিন সুলতানা পলি, খন্দকার ফারুক, ফাহিম ফয়সাল,
শহিদুল ইসলাম, খাইরুল ইসলাম, মামুনুর রশিদ, সুলতান, আব্দুর রহমান, খাইরুল কবির, রোজিনা খাতুন মুক্তা, মিথিলা খাতুন, আলতাব হোসেন, আরশেদ আলী প্রমুখ।
প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ২ ঘন্টা কর্মবিরতি পালনকালে হেলথ্ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন এর আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বলেন, নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/ সমমান করে ১৪তম গ্রেড প্রদান,
ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১ তম গ্রেড উন্নতিকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতার গ্রেড  নিশ্চিতকরণ,
পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকে অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে জাতীয় করন করতে হবে,
বেতন স্কেলে উন্নতি করনের পূর্বে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শ স্বাস্থ্য পরিদর্শকগন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনরায় নির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে,
পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পন্নকারি স্বাস্থ্য সহকারি, সহকারি স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকের ডিপ্লোমা ধারি সম্পূর্ণ হিসাবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড দিতে হবে
তিনি আরও বলেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ দূঢ়ভাবে বিশ্বাস করি, এই ছয় দফা বাস্তবের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় স্বাস্থ্য সেবা টেকসই হবে দীর্ঘদিন ধরে চলমান বৈষম্যের নিরসনের লক্ষ্যে
অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশ সমূহের বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি এখন স্বাস্থ্য সহকারীদের সময়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল কর্মসূচি চলমান থাকবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল-আজিজ বলেন, আমাদের উপজেলার যারা স্বাস্থ্য সহকারি আছেন তাদের দাবি ১৪ তম গ্রেড উন্নতি করন,
তাদের দাবি সবাই এখন স্নাতক পাস ১১তম গ্রেড স্কেলের উন্নতি করনের জন্য অনেকদিন ধরে আন্দোলন করে যাচ্ছে
এই বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজশাহী ডিডিএম স্যারকে জানানো হয়েছে, তাদের আন্দোলনের বিষয়টি আবার ঢাকা উপদেষ্টা স্যারদের সাথে কথাও বলেছেন।
হয়তো তাদের দাবি দাওয়া হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন উর্ধতন কর্তৃপক্ষ।
যে হেতু তারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের দাবিটাও যৌক্তিক, তবে আমি আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নিয়ে সুন্দরভাবে সমাধান বের করবেন বলে এই কর্মকর্তা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।