শুক্রবার , ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে লটারিতে দুঃস্থ নারী নির্বাচন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নাটোরের গুরুদাসপুরে লটারির মাধ্যমে দরিদ্র ও দুঃস্থ নারীদের ভিডাব্লিউবি-এর তালিকাভুক্তিকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদে Vulnerable Women’s Benefit (VWB)-এর ওই কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামণি পারভীন, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, ইউপি সদস্য, উপকারভোগী নারীরা ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নাজিরপুরে ১ হাজার ৪৪২ জন দুস্থ নারী অনলাইনে আবেদন করেন। তাদের মধ্যে লটারিতে বিজয়ী হন ৪৩৫ জন। অনুরুপভাবে বিকেলে উপজেলার চাপিলা ইউনিয়নে ১ হাজার ১৫০ জন আবেদনকারী নারীর মধ্যে লটারির মাধ্যমে ৪৩২ জন বিজয়ী হন। চাপিলা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ইউপি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে ৬ হাজার ২১৮ জন দুস্থ নারী ভিডাব্লিউবি কার্ডের আবেদন করে। তাদের মধ্যে ২ হাজার ৫৪২ জনকে যাচাইবাছাই শেষে কার্ড প্রদান করা হবে। কার্ড প্রতি ৩০ কেজি করে চাল দেয়া হবে ৩০ মাস পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।